সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মতামত গ্রহণের জন্য অত্যাবশকীয় পণ্য আইন- ২০২৪ এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে ধান, চাল, গম, আটা ও আলু নিত্যপণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তবে এবারও স্বীকৃতি পাচ্ছে না পানি। এদিকে নিত্যপণ্যের তালিকা থেকে বাদ পড়ছে সিগারেট, কয়লা ও কাঠ। আর যুক্ত হচ্ছে বিদ্যুৎ।
মঙ্গলবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদের স্বাক্ষরিত এক নোটিশসহ খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ‘দ্য কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিজ অ্যাক্ট-১৯৫৬’ অনুযায়ী বাংলায় অত্যাবশ্যকীয় পণ্য আইন, ২০২৪ প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া অধিকতর মতামত দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তী ০১ (এক) সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয় তাতে।
অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে-
১. খাদ্যদ্রব্য যার মধ্যে ধান, চাল, গম ও আটা, আলু, বীজ ও চারা, মশুর ডাল, ছোলা, ভোজ্য তেল ও তৈলবীজ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, চিনি, খাবার লবণ (বিট লবণ ব্যতীত), চিনি, গুড়, মাছ, মৎস্যজাত খাদ্য, মাংস, দুধ, ডিম;
২. শিশু এবং রোগীর খাবার এবং অনুরূপ দ্রব্যাদি;
৩. ওষুধপত্র, সেইসাথে যা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হয়;
৪. চিকিৎসা এবং শৈল্য চিকিৎসার যন্ত্রপাতি এবং চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি;
৫. কাগজ, নিউজপ্রিন্ট;
৬. সার;
৭. জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল);
৮. গ্যাস (পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস ও এলপিজি) ও রাসায়নিক দ্রব্যাদি;
৯. বিদ্যুৎ (সৌর বিদ্যুৎসহ);
১০. লোহা ও ইস্পাত;
১১. সিমেন্ট;
এছাড়াও অন্যান্য পণ্য, যা সরকার কর্তৃক এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সময়ে সময়ে গেজেট প্রজ্ঞাপন দ্বারা অব্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষিত হওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ডিপি/