সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চলতি বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। তার আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) মূল্যস্ফীতির সর্বশেষ এক হালনাগাদে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৩৭ শতাংশ। আগের মাস, অর্থাৎ আগস্টে এ হার ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।
একই সঙ্গে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও আগস্টের তুলনায় কমেছে। সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমকি ৮২ শতাংশ। যা আগস্ট মাসে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ। তবে সব সুচকে কমলেও সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে গ্রামে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৭ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।
এই সময়ে গ্রামে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।
জেডএ