সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখান থেকে সরাসরি আদালতে নেওয়া হবে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে দুদক।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি। কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেনি ডিবি।
উল্লেখ্য, গত বছর ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতেই এনবিআরের সাবেক এই কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। আলোচিত হন সারা দেশে। তারপর একে একে হারাতে থাকেন এনবিআর ও সোনালী ব্যাংকের চাকরি। এরপর ওএসডি করা হয় মতিউর রহমানকে। মতিউর রহমান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে।
আরএ