সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলা মামলায় তিন আসামির জামিন বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (৮ আগস্ট) খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন বাতিল হওয়া আসামিরা হলেন সালাউদ্দিন, নুর আলম ও নুপুর খাতুন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. মনজিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারী ফুটবলারদের মারধরের ঘটনায় হওয়া মামলা প্রত্যাহার না করলে অ্যাসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকিতে দায়ের হওয়া জিডির সত্যতাও পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিন আসামি আদালতে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন বাতিলের পর্যবেক্ষণে আদালত বলেন, হত্যাচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামি জামিনের সব শর্ত ভঙ্গ করেছেন। তারা পরস্পর যোগসাজসে হামলার শিকার নারী ফুটবলাররা মামলা তুলে না নিলে অ্যাসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেন, যা পুলিশি তদন্তে প্রমাণিত হয়েছে। বাদী ও অপর ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেওয়া হলো।
হাফপ্যান্ট পরে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে চার নারী ফুটবলারকে মারধর করে আহত করেন নুর খাঁ ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ৩১ জুলাই দুপুরে এক ফুটবলার বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন তেঁতুলতলা স্কুল মাঠ এলাকার সালাউদ্দিন (২২), নুর আলম (৪৮), রঞ্জি বেগম (৪০), মনোয়ারা বেগম (৫৫), নুপুর খাতুন (২২)। এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক।
পরে আসামিরা মামলার বাদীসহ অন্য খেলোয়াড়দের অ্যাসিড নিক্ষেপসহ নানা হুমকি দেন। এ বিষয়ে থানায় জিডিও করেন এক ভুক্তভোগী।
জেবি