সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে চিংড়িসহ নৌকাটি জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।
কোবাদক স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে ৩ বোতল কিটনাশক ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত জেলেরা পালিয়ে গেছে। তাই তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, জব্দ করা চিংড়ি বিনষ্ট করা হবে। একই সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেবি