সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটে অবৈধভাবে ভারত থেকে আনা ৫০ বস্তা চিনি জব্দ করেছে আর্মড ব্যাটেলিয়ন পুলিশ।
সোমবার (৭ আগস্ট) দুপুরে নগরীর কিনব্রিজ এলাকা থেকে চিনিবোঝাই একটি পিকআপসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে এমরান হোসেন ও জমশেদ আলীর ছেলে মো. জাবের আহমেদ। এ ঘটনায় এসআই মো. নুরুল হুদা বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
আর্মড ব্যাটেলিয়ন পুলিশ ৭ এর মিডিয়া উইংয়ের সদস্য পাবেল জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় চিনি নিয়ে আসছে। এমন খবর পেয়ে আর্মড পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫০ বস্তা চিনি ভর্তি একটি পিক-আপ জব্দ করে। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জেবি