সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১০টি বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। সোমবার (৭ আগস্ট) কীর্তনখোলা, কালাবদরসহ বেশ কয়েকটি নদীতে অভিযান চালানো হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপক যন্ত্র ও বৈধ কাগজ না থাকায় ১০টি বাল্কহেড জব্দ করা হয়। বাল্কহেডগুলোর অধিকাংশই সিমেন্ট, চাল, বালুসহ বিভিন্ন পণ্য বহন করে বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে।
বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, ঢাকার কেরানীগঞ্জে বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলার সংঘর্ষের পর অবৈধ বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ সময় ১০টি অবৈধ বাল্কহেড জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি