সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক ফাঁসির আসামির মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৬৬)।
সোমবার (৭ আগস্ট) ভোরে আনোয়ারকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। আনোয়ার কুমিল্লার মেঘনা থানার বড়ইয়া কান্দি এলাকার মজিদ সরকারের ছেলে।
জানা গেছে, ২০০৬ সালে মতিঝিল থানায় দায়ের করা এক মামলায় মৃত্যুদণ্ডের সাজা পান আনোয়ার। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। সোমবার ভোরে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন আনোয়ার।
সেখান থেকে আনোয়ারকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনোয়ারকে মৃত ঘোষণা করেন। তার বন্দি নম্বর ছিল ২১০৯। ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে ছিলেন আনোয়ার।
এইউ