সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা-মিরুখালী-আমুয়া সড়ক দুইস্থান ভেঙে যাওয়ায় ১০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙে যায়।
এ ছাড়াও সড়কের ওপর দিয়ে জোয়ারের পানি উপচে পড়ে বেশ কয়েকটি স্থান দেবে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পানির প্রভাবে সড়কটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও জনদুর্ভোগ কমিয়ে আনতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ স্থানীয়দের।
উপজেলার মিরুখালী বাজার ও বাদুরা বাজারের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দুই কিলোমিটার রাস্তায় দুই স্থানে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পিরোজপুর ও বরগুনা জেলার ১০ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামগুলো হলো মঠবাড়িয়ার উত্তর মিরুখালী, ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, হারজী নলবুনিয়া, দেবত্র, দাউদখালী, ঘটিচড়া ও গিলাবাদ এবং বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রাম।
সরেজমিনে দেখা যায়, পূর্ণিমার জোয়ারের সঙ্গে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় জোয়ারের পানি খাল উপচে প্রবল গতিতে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুই স্থানে রাস্তা ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় অটোচালক মো. আল আমিন বলেন, রাস্তা মেরামত না করা পর্যন্ত অটো চলাচল বন্ধ রয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে।
এ বিষয়ে পিরোজপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাজিউল আলম রাজু জানান, সড়ক ভেঙে যাওয়ার খবর তারা জানেন না। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া সড়কটি স্থায়ীভাবে ভাঙন রোধে কয়েকটি কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেবি