দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে সিলেটের কোম্পানিগঞ্জ থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ ইসলামপুরের কালা সাদেক এলাকার সিলেটগামী সড়কের টোল বক্সের সামন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের সদর উপজেলার রাম বাবু রোডের সাজিদ সাকিব (২২) ও ঢাকা বাড্ডা থানার অন্তর্গত পূর্ব বাড্ডা বড়টেকের পায়ড়া স্কুল রোডের মাহমুদ সাকিব (২১)।
তার উভয়ই শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
আটককৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার প্রাথমিক তথ্যবিবরণী থেকে জানা যায়, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে ১৪টি মদের বোতল বহন করে নিয়ে যাচ্ছিলেন তারা। পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ২১ হাজার টাকা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। এ ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জেবি