সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিককে মারধরের ঘটনায় মাদরাসা সুপার মিনহাজ উদ্দীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে হামলা ও মারধরের শিকার সাংবাদিক ফরহাদ হোসেন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার শোলাগাড়ী দাখিল মাদরাসায় সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে হামলা ও মারধরের শিকার হন সাংবাদিক মশিউর রহমান বাবু (মাইটিভি), শাহিন আলম (সকালের খবর), ফরহাদ হোসেন ফিটুল (নবরাজ), জোবাইদুর রহমান সাগর (আজকের জনগণ) ও আবু তারেক (দৈনিক সময়ের কণ্ঠস্বর)।
তাদের আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবু তারেকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকদের হামলা ও মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
জেবি