সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মোটরসাইকেল কিনে তার কাগজপত্র চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন রিকো হোসেন (৩৫) নামের এক যুবক।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলায় হেমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি (পশ্চিম পাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রিকো ওই মহল্লার ফারুক হোসেনের ছেলে। অভিযুক্ত ভোলা একই মহল্লার বাসিন্দা। দুজনই বেশ কয়েকটি মামলার আসামি।
পুলিশ জানায়, রিকো কিছুদিন আগে তার বন্ধু ভোলার কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন। কিন্তু ভোলা তাকে কাগজপত্র বুঝিয়ে দেননি। মোটরসাইকেলের কাগজপত্র চাইতে গেলে ভোলা টালবাহানা করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে ১০-১২ দিন আগে মারামারি হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাতিয়ানি মহল্লায় রিকোকে মোটরসাইকেলের কাগজ দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নেন ভোলা। এরপর তিনি ও তার সহযোগীরা মিলে রিকোকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় রিকোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ভোলাসহ সহযোগীরা পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মোটরসাইকেল কেনা ও কাগজ বুঝে দেওয়া নিয়ে বিরোধের জের ধরে এ খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, দু বন্ধুই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রিকো ও ভোলার নামে থানায় চারটি মামলা আছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জেবি