সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনলাইন জুয়া, ফ্রি-ফায়ার, পাবজিসহ বিভিন্ন মোবাইল গেমে আসক্ত কুড়িগ্রামের শহর এবং চরাঞ্চলের শিশু কিশোররা। পড়াশুনা বাদ দিয়ে দিনের বেশিভাগ সময় তারা ব্যয় করছেন গেমিংয়ের পেছনে। এছাড়া অনলাইনের বেটিং সাইটগুলোতে রয়েছে তাদের অবাধ চলাচল। অনেকে আবার জুয়ার টাকা জোগাড় করতে, অল্প বয়সেই জড়িয়ে পড়ছেন চুরি ছিনতাইসহ নানা নাশকতায়।
যে বয়সে মাঠে খেলাধুলা করার কথা সেখানে তারা ডুবেছে মোবাইল গেমের নেশায়। দেশের দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রামের শহর ও চরাঞ্চলের শিশু-কিশোরদের আসক্তি বেড়েছে মোবাইল গেমে। বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন গেমিংয়ে। কেউ কেউ আবার খরচ করছেন টাকা। অনলাইন জুয়া, ফ্রি-ফায়ার, পাবজিসহ বিভিন্ন মোবাইল গেম থেকে নিজেদের দুরে রাখতে পুলিশ প্রশাসনের পদক্ষেপ চান তারা।
উঠতি বয়সীদের এমন মোবাইল আসক্তিতে আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়া থেকে রক্ষায় সরকারি পদক্ষেপের দাবি অভিভাবকদের।
অনলাইনে বাজি খেলার সংখ্যাটাও নেহাত কম নয়। তাছাড়া বিভিন্ন ধরনের বেটিং সাইট তৈরি হচ্ছে কিশোরদের টার্গেট করে। দ্রুত সময়ে কয়েক গুণ টাকার প্রলোভনে পা দিচ্ছে অনেকেই। সম্প্রতি উত্তরবঙ্গে এমনই অনলাইন জুয়া চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এদিকে বেশির ভাগ মোবাইল গেম বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভিপিএনের মাধ্যমে গেমিংয়ে যুক্ত থাকে কিশোররা।
এফএইচ