সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী সততা দিয়ে মানুষের জন্য কাজ করেন। তিনি দেশের মানুষকে ভালোবাসেন তার পিতার মতো। আর সেই কারণে অল্প সময়ে দেশের এত উন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে নাটোরের সিংড়া উপজেলায় পাকুরিয়া-কালাইকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ১৪ বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, বিগত ৫০ বছরেও বিএনপি তা করতে পারেনি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর পুরো বাংলাদেশকে মৃত্যুপূরীতে পরিণত করেছিল খুনি জিয়াউর রহমান। প্রতিদিন কারফিউ দিয়ে রাখত।
প্রতিমন্ত্রী বলেন, আজকে যারা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলে, তাদের কোনো নৈতিক অধিকার নেই। কারণ বঙ্গবন্ধুর কন্যা ছবিযুক্ত ভোটার তালিকা করেছেন। কিন্তু বিএনপির কারচুপি করে ক্ষমতায় যাওয়ার জন্য ভুয়া ভোটার ঢুকিয়ে রেখেছিল।
তিনি আরও বলেন, খুনি জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট দিয়ে নিজে সেনাবাহিনীর পোশাক পড়ে ওই ভোটের বাক্সের উপর তার পোস্টার মেরে রাখত এবং তার গুন্ডারা জোর করে হ্যাঁ এর বাক্সে ভোটটি করেছে এবং অবৈধ রাষ্ট্রপতি বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে তারা কীভাবে আজকে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দাবি করে? তাদের তো সেই নৈতিক অধিকার নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান রাজা। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ।
আরএ