সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার সদর থানার নাজিরপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল (২২), হবিগঞ্জ জেলার বাহুবল থানার বানিয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে হোসেন (২১) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আন্ধারকোটার মৃত শাহাজাহানের ছেলে সজল (২৫)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে টঙ্গীর নতুন বাজার এলাকায় একদল ছিনতাইকারী ছিনতাই করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচগিয়ার ও একটি চাপাতি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
জেবি