সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘ ৯ বছর ধরে নৌকা প্রতীক মাথায় নিয়ে সারাদেশে ঘুরে বেড়াচ্ছেন মোহাম্মদ আলী। তার বাড়ি রংপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডে। দেশের বিভিন্ন জেলায় নৌকা মাথায় নিয়ে ঘোরেন ও নৌকার প্রচার করেন তিনি। গত এক সপ্তাহ ধরে রংপুরের অলিগলিতে ঘুরছেন তিনি।
বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মোহাম্মদ আলীকে দেখা যায়। এ সময় তিনি নৌকা প্রতীক মাথায় নিয়ে ছিলেন।
মোহাম্মদ আলী বলেন, নিজের পড়ি নিজের খাই, জয় বাংলার গান গাই। আওয়ামী লীগ ও নৌকা প্রতীককে মনে প্রাণে ভালোবাসি। তাই নিজে নিজের অনুভূতি প্রকাশের জন্য এবং নৌকার প্রচারের জন্য নৌকা মাথায় নিয়ে ঘুরি। নৌকা মাথায় দেখলে মানুষ জানতে চায়, তাদের নৌকার কথা ও বর্তমান সরকারের উন্নয়নের কথা শুনাই।
তিনি বলেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখব ও কথা বলব এটাই একমাত্র ইচ্ছা। এছাড়া আমরা নৌকা প্রচারলীগ নামে একটি সংগঠন করেছি। এটির স্বীকৃতি চাইব।
মোহাম্মদ আলী বলেন, আমি দীর্ঘ ২০ বছর প্রবাসে থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের জন্য কাজ করেছি। ২০১৩ সালে দেশে ফিরে নৌকা প্রতীক নিয়ে কাজ শুরু করেছি। এখনো করছি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। সেদিন তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার আজ রংপুরে এসেছেন। রংপুর বিভাগের আট জেলা থেকে আসা লক্ষাধিক নেতাকর্মীর মিলনমেলা ঘটেছে জিলা স্কুল ও আশেপাশের এলাকায়।
জেবি