সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে খেলা শুরু করে শেষ করতে পারবো না। খেলা হবে, মজাদার খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা।
বুধবার (২ আগস্ট) রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আমরা পালাবো না। পালিয়েছে তাদের (বিএনপির) নেতা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগ সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। আর পারবেন না। গোলাপবাগের গরুর হাটে একবার কোমর ভেঙে গেছে।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, তাদের নেতা কে? নেতা কি আছে? তারেক রহমান কি নির্বাচন করতে পারবে? এসময় সবাই সমস্বরে না না বলেন।
বক্তব্যের শেষে তারেক রহমান ও তার স্ত্রীর রায়ের প্রসঙ্গও কথা বলেন ওবায়দুল কাদের।
জেডএ