দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর লোকজন।
বুধবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে মিছিলটি জিলা স্কুল মাঠের প্রবেশমুখে পৌঁছায়। এর আগে নগরীর নুরপুর থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘আওয়ামী লীগ সরকার, বারবার দরকার’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল এলাকা।
মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার রংপুর বিভাগের সভাপতি আনোয়ারা ইসলাম রানী।
তিনি বলেন, ‘বর্তমান সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য যা করছে তা অতীতের কেউ করেনি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ সমাবেশে যোগ দিতে এসেছি।’
এসময় তার সঙ্গে ফরিদা, সাগরিকা, ঝুমুরসহ শতাধিক তৃতীয় লিঙ্গের সদস্য অংশ নেন।
দীর্ঘ সাড়ে চার বছর পর রংপুর শহরে আসছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগমনকে ঘিরে জিলা স্কুল মাঠে জনসভা মঞ্চ করা হয়েছে। বিকেল ৩টা ৫ মিনিটে জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে মহাসমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অনেকে রাতেই এসে অবস্থান নিয়েছেন সভাস্থলের আশপাশে।
জেবি