দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রীর বিভাগীয় সমাবেশকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে নিজ আসনের নেতা-কর্মীদের নিয়ে সমাবেশস্থলে আসলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২ আগস্ট) দুপুরের দিকে কয়েক হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রিকশায় চড়ে সমাবেশস্থলে আসেন তিনি।
এ সময় হলুদ টি-শার্ট আর ক্যাপে সজ্জিত নিজ এলাকার নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান রংপুর ৪ আসনের এই সংসদ সদস্য।
দীর্ঘ এক যুগ পর মহানগরীর জিলা স্কুল মাঠে বিকেল ৩টায় রংপুরবাসীর উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন বলে জানা গেছে।
সমাবেশে আরও উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্ববায়ক ডা. দেলোয়ার হোসেন।
এদিকে সকাল থেকেই রংপুরের বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তাদের খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। আয়োজকদের আশা, এই সমাবেশে ১০ লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন।
আরএ