সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রংপুর যাচ্ছেন। তার আগমন উপলক্ষে সেখানে এখন উৎসবের আমেজ। মহানগর সেজে উঠেছে নানা রঙের ফেস্টুন ব্যানারে। প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর যোগ দেবেন বিশাল জনসভায়। বিভাগীয় আওয়ামী লীগের এই বিশাল জনসভায় নেতাকর্মীদের তৃষ্ণা মেটাতে আড়াই লাখ বোতল পানির ব্যবস্থা করেছেন জাতীয় পার্টির প্রেমিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জানা গেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এ জনসভায় যোগ দিতে পারেন।
এদিকে শুধু আওয়ামী লীগ নয় জাতীয় পার্টির নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে তৈরি করেছেন তোরণ, ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন। জাতীয় পার্টির প্রেমিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে মূল সড়কে তৈরি করেছেন তোরণ। সাটিয়েছেন ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন। শেখ হাসিনার আগমন উপলক্ষে বড় ধরণের শোডাউন দেখাতে চান মেয়র।
তিনি গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় এক যুগ পর রংপুরে আাসছেন। আমরা দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগতম জানানোর জন্য উদগ্রীব হয়ে আছি। জনসভাকে সফল করতে ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ সভাপতি নন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। এখানকার পুত্রবধু। তাই রংপুরে প্রধানমন্ত্রীর জনসভাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলবো।
তিনি আরও বলেন, আমরা রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় আড়াই লাখ বোতল পানির ব্যবস্থা করেছি। সিটি করপোরেশনের অর্থায়নে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। যেটা দেখভাল করবে মহানগর পুলিশ।
এফএইচ