সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের চিলমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজনকে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে। এতে দুজন আহত হয়ে চিলমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী শিকারপাড়া এলাকায় মারধরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১ আগস্ট) এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম।
আহতরা হলেন ওই এলাকার মোশারফ হোসেন আকন্দ (৩৫) ও কুড়িগ্রাম ত্রিমোহনী এলাকার সাজেদুল ইসলাম (৩৫)। তিনি চিলমারীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
অভিযুক্তরা হলেন পুলিশ সদস্য একই এলাকার হাফিজুর রহমান। তিনি লালমনিরহাট উপজেলার পাটগ্রাম থানার দহগ্রাম পুলিশ তদন্ত কমিটিতে কর্মরত। অপর দুজন ওই এলাকার হাবিবুর রহমান ও আহসান হাবিব।
আহত মোশারফ হোসেন আকন্দ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে পূর্বের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে তদন্ত করে চলে যায়।
তিনি বলেন, ‘এরপরই পুলিশের এএসআই হাফিজুর রহমান গালাগালি করেন এবং একপর্যায়ে অতর্কিতভাবে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় আমি ও আমার বোনের স্বামী সাজেদুল ইসলাম আহত হই। পরে বাড়ির লোকজন আমাদের হাসপাতালে নিয়ে আসে।’
মোশারফ হোসেন আকন্দ আরও বলেন, ‘হাফিজুর রহমান পুলিশের চাকরি করেন। সেই ক্ষমতা দেখিয়ে যখনই বাড়িতে আসে, তখনই ঝামেলা করেন। আমরা বিষয়টি সমাধানের জন্য বসতে রাজি হলেও তারা কেউ রাজি হয় না। এই ঝামেলা দীর্ঘদিনের।’
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য হাফিজুর রহমান বলেন, ‘তারাই আমাদের ওপর আক্রমণ করেছে। আমি নিজেও অসুস্থ। হাতের আঙুলে সেলাই দিতে হবে। এলাকাবাসী সবাই জানে। আজকে পুলিশ এসে তদন্ত করে গেছে। আমার মা মুক্তিযোদ্ধার স্ত্রী, ওনার গায়েও হাত তুলেছে। আমিও থানায় যাব অভিযোগ দিতে।’
ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘কখনই না। আপনারা এসে এলাকাবাসীর থেকে শোনেন। তারা বারবার পুলিশ নিয়ে এসেছে। আমরা একবারও আনেনি। এই বিষয়গুলো চেয়ারম্যান মেম্বারেরা জানেন।’
এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি হারেছুল ইসলাম বলেন, ‘আহতেরা থানায় এসে মৌখিকভাবে বলেছে। তাদের আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেবি