সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুরের সরিষাবাড়ীতে কেকের লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে নুরুল হক নুরু নামে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার উপজেলা পরিষদ গেটের (পুরাতন আদালত ভবন) সামনে এ ঘটনা ঘটে। তিনি মিতানুর ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিকেল ৩টার দিকে ওই শিশুটি মিতানুর ভ্যারাইটিজ স্টোরে কেক কিনতে গেলে নুরুল হক কৌশলে তাকে দোকানের ভেতরে ডেকে নেন। একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে তাকে ছেড়ে দিলে শিশুটি বাসায় গিয়ে তার মাকে ঘটনা জানায়।
পরে শিশুটির মা এসে বৃদ্ধের কাছে জানতে চাইলে তিনি মাফ চান এবং আর কোনোদিন এমন হবে না বলে জানান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নুরুল হক দোকান বন্ধ করে পালিয়ে যান।
শিশুটির মা বলেন, দীর্ঘদিন ধরেই আমার মেয়েকে ওই দোকানদার টার্গেট করেছিলেন। মাঝেমধ্যেই জোর করে এটা-সেটা দিতেন। পরে আমি গিয়ে টাকা দিয়ে আসতাম। কিন্তু এতদিন আমি তার মতলব বুঝতে পারিনি। আজ কেকের লোভ দেখিয়ে দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান তিনি। পরে আমি গিয়ে প্রতিবাদ করলে তিনি আমার হাত ধরে মাফ চান। কিন্তু আমি কোনোভাবেই এটা মানতে পারছি না।
তিনি বলেন, এলাকার লোকজন আমাকে বারবার চাপ দিচ্ছেন। প্রতিকার চেয়ে ৯৯৯-এ কলও করেছিলাম। তারা থানায় লিখিত অভিযোগ করতে বলেছেন। কিন্তু অভিযোগ করতে আমি ভয় পাচ্ছি।
এ বিষয়ে নুরুল হকের বক্তব্য নিতে তার দোকানে গেলে দোকানটি বন্ধ পাওয়া যায় এবং তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি