সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর প্রতিবেশীর বাথরুমে কাপড় কাঁচার বালতির ভেতর মিলল তিন বছর বয়সী শিশুর লাশ। এ ঘটনায় প্রতিবেশী সাথী আক্তারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম কুলসুম (৩)। তার বাবা সেন্টু বেপারী একটি ওয়ার্কশপে কাজ করেন। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ফাজলিপুর গ্রামের সেন্টু বেপারী স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুর মহানগরের গাছা থানার দক্ষিণ খালকৈর সিরাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।
অভিযুক্ত সাথী আক্তারও একই বাড়ির ভাড়াটিয়া। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত দুই মাস যাবত তিনি বেকার বলে পুলিশ জানায়। সাথী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহেশপুর গ্রামের আব্দুস সুবহানের মেয়ে।
নিহত শিশুর পরিবার ও পুলিশ জানায়, গত রোববার রাত ৮টায় শিশুটি নিখোঁজ হয়। পরে আশপাশে বহু খোঁজাখুজি করেও না পেয়ে একই বাড়ির পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়া সাথী আক্তারের বাথরুমের ভেতর কাপড় কাঁচার বালতির ভেতর শিশু কুলসুমের মৃতদেহ কাপড়চাপা অবস্থায় পাওয়া যায়। বাথরুমটির সিটকিনি বাহির দিক থেকে আটকানো ছিল।
এ ঘটনায় স্থানীয়রা সাথী আক্তারকে পুলিশে সোপর্দ করেছেন। সাথী শিশুটিকে হত্যা করে বালতির ভেতর কাপড়চাপা দিয়ে লাশ লুকিয়ে রাখে বলে শিশুর বাবা-মার অভিযোগ। পুলিশ শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জিএমপি গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাকসুদুর রহমান বলেন, আমরা ধারণা করছি শিশুটিকে হত্যা করে লাশ ভালতিতে ভরে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
জেবি