সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে ২৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে পালংখালী গয়ালমারা এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উখিয়া পালংখালী গয়ালমারা মোড়ে অবস্থান নেয় পুলিশ। দুপুর আড়াইটার দিকে হেঁটে যাওয়া এক যুবক পুলিশ দেখে উল্টো দিকে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলে যুবকটি তার হাতে থাকা ব্যাগটি ফেলে পাহাড়ের জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম।
জেবি