দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায়ের উদ্দেশে স্বামী মান্নান গাজী মসজিদে গেলে স্ত্রী মুক্তা বেগম ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ফিরলে ঘরের ভেতর স্ত্রী মুক্তা বেগমের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন তিনি। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ডাকাত পড়েছে বলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ঘটনাস্থলে এক নারীর গলাকাটা মরদেহ পাওয়া গেছে। তবে এলাকায় ডাকাতি ডুকেছে তা আমরা নিশ্চিত নই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
আরএ