দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেহেরপুর সদর উপজেলায় দ্রতগামী ট্রাক্টরের ধাক্কায় মোশাররফ হোসেন (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমাদহ-আশরাফপুর মাঠে এই দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোশারফ সদর উপজেলার আশরাফপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মোশাররফ হোসেন মোটরসাইকেল যোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোশাররফ হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএ