দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে আওয়ামী লীগ পন্থীদের নিয়ে পৌর শ্রমিক দলের কমিটি গঠন করার দ্বন্দ্বে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি নিহত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) রাত ১১টার দিকে তিনি মাদারীপুর সদর হাসপাতালে আনার পরে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে লিটন হাওলাদারকে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও আরিফ হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। যা সম্পূর্ণ আওয়ামী পন্থীদের নিয়ে গড়া এই কমিটি।
তিনি আরও বলেন, টাকার বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার জেরে রোববার রাত ৮টার দিকে বিসিকে নিহত শাকিল মুন্সি সভা করতে যায়। তখন তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন। এতে শাকিল মুন্সি গুরুতর আহত হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালে রাত ১১টায় তিনি মারা যায়। এ ঘটনার পরে হাসপাতালে জড়ো হয় নিহতের স্বজন ও নেতাকর্মীরা। এলাকায় পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিহত শাকিল মুন্সি (৩২) মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নতুন মাদারীপুর গ্রামের মোফাজ্জেল মুন্সির ছেলে। শ্রমিকদল নেতা শাকিল মুন্সির সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার লিটন হাওলাদারের বিরোধ চলছিল।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোখছেদুর রহমান জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্য মোতায়েন করা আছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
আরএ