দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের জেলা আহ্বায়ক আক্তার হোসনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের ৮ ঘণ্টা পর আদালতের মাধ্যমে জামিন পান তিনি।
রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তাকে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে আদালতে তোলা হলে শুনানি না হওয়ায় তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
পরে বেলা দেড়টার দিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ওবায়দুর রহমান ফাহমি বলেন, ‘দুপুরে আদালতে তোলা হলে শুনানি না হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়। পরে বেলা দেড়টার দিকে শুনানি শেষে আদালত আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন।
শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্য, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও রাজনৈতিকদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের ছয়-সাত মিনিট আগে যখন হট্টগোল শুরু হয় তখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির জ্যেষ্ট যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বক্তব্যের মাঝামাঝি সময়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট একজন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ মঞ্চে বক্তব্য দিতে চাইলে এই হট্টগোলের ঘটনা ঘটে।
ওইদিন রাতেই শান্ত হত্যাচেষ্টার অভিযোগ এনে শাহপরান (রহ.) থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আহ্বায়ক আকতার হোসেনকে ভোরে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
আরএ