দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে হামলা এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার পাবনারটেক রূপায়ণ মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনারটেক রুপায়ন মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন থানা যুবদল নেতা জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম জানান, আশুলিয়া থানা বিএনপি সহ-সভাপতি পিয়ার আলী ও তার সহযোগী মো. ইদ্রিসের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেল ও সাউন্ড সিস্টেমের বক্স ভাঙচুর করা হয়। এছাড়া হামলাকারীরা দুটি মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় ২৫শ’ লোকের খাবার নষ্ট করে দিয়ে চলে যায় হামলাকারীরা। হামলায় যুবদল কর্মী সাঈদ ও শাহাদাত আহত হয়। এতে ডেকোরেশনের লোকজনকদেরও মারধর করা হয়।
যুবদল নেতা জহিরুল ইসলাম জানান, ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করা হয়েছিল। তার অভিযোগ, দাওয়াত না পেয়েই ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ করেননি তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএ