দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বৈকণ্ঠপুর এলাকার আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় রায়গঞ্জ থানার বৈকন্ঠপুর এলাকা হতে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে মো. আবু হানিফ (২৪) ও আ. রাজ্জাক শেখের ছেলে মো. ফেরদৌস শেখ (১৮)।
অন্যদিকে নিহতরা হলেন- একই গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ উদ্দিন ও তোতা মিয়ার ছেলে হৃদয়।
এর আগে গত ১৬ মার্চ রাতে নিখোঁজ হয় তারা। পরে গত ২০ মার্চ বিকেলে রায়গঞ্জের ভেড়াদহ বেইলী ব্রিজের নিচের খালের কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরএ