দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আলুবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী চালবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চালবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এতে চালকের সহকারী গুরুতর আহত হয়। অপর ট্রাকের চালক এবং সহকারী আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরএ