দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেন ও ট্রাক্টর সংঘর্ষে আবুল কাশেম (৫৫) নামে এক চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের হিরুপাড়া চাঁনপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার রহনপুর পৌর এলাকার নূনগোলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৩টায় সময় রাজশাহী হতে ছেড়ে আসা রহনপুরমুখী কমিউটার ৭৭নং ট্রেনটি সাড়ে ৪টার দিকে রহনপুর রেল স্টেশন থেকে ২ কিলোমিটার আগে হিরুপাড়া চাঁনপুর রেল ক্রসিংয়য়ে একটি ট্রাক্টর রেল লাইন পার হতে গিয়ে আটকে যায়। এ সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরএ