সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলের গোপালপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব-জামালপুর রেললাইনের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও তার স্ত্রী সম্পা বেগম (৪০)।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, স্বামী-স্ত্রী বাড়ি ফিরছিলেন। পরে রেলব্রিজ পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন চলে আসে। এ সময় আরজু রেলব্রিজ পার হলেও স্ত্রী পার হতে পারছিলেন না। পরে স্ত্রীকে আনতে গিয়ে তিনিও ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরও বলেন, ঘটনার পর স্বজনরা খবর পেয়ে নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।