দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার টেন্ডার নিয়ে সোমবার দুপুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এত অন্তত চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, কালিয়াকৈর পৌরসভার হাটবাজারের জন্য টেন্ডার আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। ওই সময় পৌর এলাকার কয়েকটি হাট টেন্ডার চূড়ান্ত করা গেলেও বেশি কয়েকটি হাটের দর আগের চেয়ে কম দেওয়ায় পৌর কর্তৃপক্ষ সেগুলো রিটেন্ডার আহ্বান করে।
সোমবার (১৭ মার্চ) সকালে বাজারের টেন্ডার দেওয়ার জন্য পৌরসভার কার্যালয়ে টেন্ডারবক্সে অনেকেই টেন্ডার ফেলেন। ওই সময় কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল-মামুনের নেতৃত্বে দলটির বেশ কিছু নেতাকর্মী নিয়ে টেন্ডার ফেলতে যান। একই সময়ে কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন একটি টেন্ডার দিতে পৌর কার্যালয়ে যান।
এসময় শামীম আল-মামুন ও তার লোকজন নিয়ে শাহাদাৎ হোসেনের ওপর চড়াও হয়। তখন তিনি ট্রেন্ডার ফেলার জন্য আসেনি বারবার বলেও তারা তার কোনো কথা না শোনে মারধর করে। এসময় তাকে রক্ষা করতে লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এতে উভয় পক্ষের অন্তত চারজন অহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আরএ