দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে এবং উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা বিএনপির একাংশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার অনুসারী, আরেকটি অংশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক। আগে এই গ্রুপটি জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী থাকলেও বর্তমানে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়।
১৩ মার্চ চিরিরবন্দরে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা বিএনপির ব্যানারে দোয়া ও ইফতার মাহফিলের ঘোষণা দেয়। ১৪ মার্চ কারেঙ্গাতলী বাজারে সেই কর্মসূচি আয়োজনের সময় প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠে, যার ফলে ইফতার মাহফিল স্থগিত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার (১৬ মার্চ) পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেন কর্নেল মোস্তাফিজের অনুসারীরা।
এর জবাবে, আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা কর্নেল মোস্তাফিজকে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে একই স্থানে একই সময়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় গ্রুপের প্রচারণা চলতে থাকায় পক্ষে-বিপক্ষে বিতর্ক তুঙ্গে উঠেছে।
কর্ণেল (অব.) মোস্তাফিজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আয়োজিত ইফতার মাহফিলে হামলার প্রতিবাদেই মানববন্ধন ডাকা হয়েছে।
অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী জানান, বিএনপিকে বিভক্তকরণের ষড়যন্ত্রের প্রতিবাদেই তাদের বিক্ষোভ কর্মসূচি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি জানান, দুই পক্ষকে একই স্থানে কর্মসূচি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরএ