দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনায় আদালেতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে হবিগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন চুনারুঘাটের সাংবাদিক নুরুল আমীন। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মামলাটি আমলে নিয়ে চার আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের আব্দুল মোতালিব মাস্টার, তার তিন ছেলে বকুল মিয়া, মকুল মিয়া ও শেকুল মিয়া।
নুরুল আমিনের পক্ষে মামলাটির পরিচালনা করেবেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। শুনানিতে ২০/২৫ জন আইনজীবী বক্তব্য উপস্থান করলে বিচারক মামলাটি আমলে নেন।
মামলাবাদী সাংবাদিক নুরুল আমিন জানান, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আব্দুল মোতালিব মাস্টারের হুকুমে তার তিন সন্তান পিটিয়ে জখম করেন।
এ ঘটনার একটি ভিডিও ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই মামলা দায়ের করেছেন বলে জানান।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, ‘মানসিক ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে না। এই ঘটনা খুবই লজ্জাজনক। বিজ্ঞ বিচারক বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
চুনারুঘাট থানার ওসি নুরে আলম বলেন, ‘গ্রেপ্তারি ইস্যুর খবর জানতে পেরেছি। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আরএ