দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে রিদয় (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টায় মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর মধ্যপাড়া গ্রামের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
তার স্ত্রীর নাম লামিয়া (১৭)। মৃত রিদয় ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তার আগের স্বামীর নাম হলো আকাশ।
স্থানীয়রা জানান, আকাশের সঙ্গে পারিবারিকভাবে ২ বছর আগে বিয়ে হয় লামিয়ার। দেড় বছর আগে নবীনগরে থাকাকালীন সময়ে স্বামীর বন্ধু রিদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান লামিয়া। তারা একসঙ্গে নবীনগর বাইপাল একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতো। সেই সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে স্বামীকে তালাক না দিয়েই মার্চের ৪ তারিখে নবীনগর থেকে পালিয়ে এসে পলাশবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে বিয়ে হয় লামিয়ার।
লামিয়া খুলনার তেরখোদা উপজেলার জয়ঘোনা গ্রামের ফায়েকুরজ্জামানের মেয়ে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট না করেই দাফন করবে তার পরিবার।
আরএ