দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার লোকজনের বিরুদ্ধে মারধর, হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মো. সুজন মল্লিক নামের এক ব্যক্তি এসব অভিযোগ করেন।
মো. সুজন মল্লিক তেলিগাতী ইউনিয়নের বৌলতলী এলাকার বাসিন্দা।
তিনি বলেন, গেল সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হেড়মা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও তার অনুসারীরা তাকে (মো. সুজন মল্লিক) বেধরক মারধর করে। হামলাকারীরা তার বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করে। পরে পুলিশ এসে সুজন মল্লিককে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত মো. আফজাল ফকির নামের এক ব্যবসায়ী বলেন, খান রফিকুল ইসলাম ওরফে রফিক খা ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গেল ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষের ওপর অত্যাচার করে আসছে। তারা আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। যার মধ্যে জোরপূর্বক ৬ হাজার টাকা নিয়েছে।
রফিক শুধু আমার কাছে চাঁদা দাবি করেনি, সে ও তার বাহিনী নিরহ মানুষদের ওপর হামলা, মাছের ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে চলেছে। রফিক খানের এসব অপকর্মে সহযোগিতা করেন, রফিক খানের ভাই কালাম খান, জাকির খান, জাহিদ খান, মিজু শেখ এবং মিস্ত্রি ডাঙ্গা এলাকার বেলায়েত হোসেন ওরফে বেলো মাস্তান। তারা এলাকাকে অশান্ত করে রেখেছে।
অভিযুক্ত বিএনপি নেতা খান রফিকুল ইসলাম বলেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা সবাই আওয়ামী লীগ করে। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে।
এফএইচ/