দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ছয় টন কাজুবাদাম আমদানি করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে ভারতের আগরতলা থেকে একটি ট্রাকে করে বাদামগুলো আখাউড়া স্থলবন্দরে পৌঁছে। কাজুবাদাম আমদানি করেছন ঢাকার আরতি ইমপ্রেক্স ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমদানিকৃত কাজুবাদামের সিএণ্ডএফ করেন মেসার্স আদনান ট্রেডার্স। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি টন কাজুবাদামের আমদানি মূল্য ছয় হাজার ডলার।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াদুজ্জামান বলেন, মাসখানেক আগেও এ বন্দর দিয়ে একটি ব্যবসায়ি প্রতিষ্ঠান কাজুবাদাম আমদানি করেছিল। আজ আবার ছয়টন আমাদানি করা হয়েছে। আমদানিকৃত কাজুবাদামের ওজন ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হবে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর দিয়ে পাথর, সিমেন্ট, ছোট-বড় মাছ, শুঁটকিসহ প্রায় অর্ধশতাধিক পন্য ভারতের ত্রিপুরা রাজ্যেসহ সাতটি পাহাড়িরাজ্যে রপ্তানি হয়। প্রায় শত ভাগ রপ্তানিমুখি এ বন্দরে আমদানি প্রায় নেই বললেই চলে। একমাস পর আবারও বন্দর দিয়ে পন্য আমদানি হওয়ায় ব্যবসায় ও শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
এফএইচ/