দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পুরো রোজার মাসজুড়ে দেশের সবখানে মূল্যবৃদ্ধি আর মজুতদারির খবর শোনা যায়। এর মাঝেই স্বস্তির খবর হলো সাতক্ষীরায় মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর মাংস। সংযমের মাস রমজানের পবিত্রতা রক্ষা ও সবার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় এনে জেলা সদরে এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে বলে জানালেন প্রাণিসম্পদ অধিদপ্তর।
শনিবার (১ মার্চ) পহেলা মার্চ সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিসের সামনে এই সুলভ মুল্যেও অস্থায়ী দোকান বসানো হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে শুধু মাংস বিক্রি হবে না। সাশ্রয়ী দামে পাওয়া যাবে দুধ ও ডিম।
এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
ইউএনও নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসকের নির্দেশে তড়িঘড়ি করে এই আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তবে দ্রুতই এ কার্যক্রমের পূর্ণতা দেখা যাবে। মাসব্যাপী এই বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, দুধ ৭০ টাকা লিটার এবং প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে ডিম। রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা প্রাণিসম্পদ অফিসের লক্ষ্য।
মাংস কিনতে আসা ইব্রাহিম খলিল জানান, বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সেখানে এই বিশেষ বাজার সাধারণ মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত ও গরীব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একই সঙ্গে পূরণ হবে পুষ্টিরও চাহিদা।
গৃহবধূ নাসিমা খাতুন জানান, মধ্যবিত্তদের জন্য এটা অনেক উপকারে আসবে। মধ্যবিত্ত সমস্যায় অনেক কষ্টে থাকলে কারো কাছে হাত পাততে পারে না। তাই সুলভ মূল্যের দোকান থেকে কমদামে ডিম দুধ মাংস কিনে খেতে পারবে। এটি সময়োপযোগী উদ্যোগ।
আরএ