দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো কোনো দল দাবি করছেন স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। কেউ কেউ দাবি করছেন আনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ তা বলতে চাই না। কিন্তু এটুকু বলবো যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চান, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত নেই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের মতলব কি জানতে হবে। তারা কেন নির্বাচনকে বিলম্ব করতে চায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফেনীর শহরের মিজান ময়দানে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে মনোযোগ দিতে হবে। রাষ্ট্রে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন, এই নৈরাজ্যের পেছনে ফ্যাসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র রয়েছে, তেমনি আপনার সরকারেও হাসিনার দোসররা বসে আছে। উপদেষ্টা পরিষদ ও প্রশাসনের সবপর্যায় থেকে হাসিনার দোসরদের বাদ দিতে হবে। আপনারা উদাসীন থাকলে হবে না।
শেখ হাসিনার বিচার দাবি করে এ বিএনপির নেতা আরও বলেন, হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারী। সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছেন। এখন দরকার শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা। ইতোমধ্যে অনেক মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার দলের নেতারা এ গণহত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগ এ দায় এড়াতে পারে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে তারা রাজনীতিসহ অন্যান্য কর্মকাণ্ড করতে পারবেন কিনা।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি, প্রধান বক্তা মাহবুবুর রহমান শামীম, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ভিপি হারুনুর রশিদ হারুন, বেলাল আহম্মেদ সাবেক এমপি রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি।
এদিকে জনসভাকে কেন্দ্র করে এদিন দুপুর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে মিজান ময়দানে জড়ো হন। দীর্ঘ সময় পর শহরের প্রাণকেন্দ্রে এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএ