দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়া শহরের ফুলতলা এলাকায় রাস্তা পারাপারের সময় অবৈধ বালিভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম ইসলাম (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা বেগম (৫০)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের ফুলতলা এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দাদি আনোয়ারা বেগমের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন ইব্রাহিম। এসময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত আনোয়ারা বেগমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এসময় বালু ভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করেন স্থানীয়রা।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় স্কুল শিক্ষার্থী ইব্রাহিম। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালককে ধরতে অভিযান চালাচ্ছেন তারা।
আরএ