দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় ঘটল ভয়াবহ ঘটনা। রাগে ও অভিমানে দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো। বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এতে ওইদিনই অভিমান করে স্ত্রী হাফিজা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
এতে রাগে ও অভিমানে শুক্রবার ভোরে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ দুই শিশুকন্যাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।
এফএইচ/