দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আকতার হোসেন শেখকে দুই ঘণ্টার বেশি সময় ধরে কারাগারের ফটকে আটক রাখে কারারক্ষীরা।
অনৈতিকভাবে তিন কারারক্ষীকে বদলিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তাকে আটক করেছিল কারারক্ষীরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। আন্দোলনরত কারারক্ষীকে ডিউটি থেকে বিরত করেন। অস্ত্র জমা নিয়ে নেন।
নবাগত জেলার মঞ্জুরুল ইসলাম জানান,আজ সকাল থেকে জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারনে খাগড়াছড়ি কারাগারে দ্বায়িত্ব হস্তান্তর করেন। হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বর্তমানে আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে তাদের দাবিদাওয়া সম্পর্কে জানতে বৈঠক করছেন জেলা প্রশাসকের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
আন্দোলনকারীদের দাবি তাদের হয়রানি মূলক বদলি আদেশ প্রত্যাহার করে প্রয়োজনে বিভাগীয় বদলি করা হউক।
এফএইচ/