দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ৩ প্রকৌশলীসহ ৫ জন বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক ঘোষণার মাধ্যমে তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর।
দুর্নীতির দায়ে বরখাস্তকৃতরা হলেন- জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা একেএম মো. মোজাম্মেল হক খান, পিরোজপুর সদর উপজেলার সাবেক প্রকৌশলী মো. মোরশেদ সরকার, নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, ভান্ডারিয়া উপজেলার সাবেক প্রকৌশলী মো. বদরুল আলম ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার প্রকৌশলী অফিসের সার্ভেয়ার মো. রিপন হাওলাদার।
জানা গেছে, গত ৫ বছরে আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ ওই বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় কাজ না করে ১৬শ’ কোটি টাকা উত্তোলন করেন।
এর আগে এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরসহ বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়া নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
অভিযোগ রয়েছে, প্রকৌশলী জাকির হোসেন মিয়ার সহযোগিতায় পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মাহারাজ ও তার ভাই মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত নাজিরপুর-বৈঠাকাটা রাস্তার কাজ না করেই পুরো টাকা উত্তোলন এবং নাজিরপুর-চর রঘুনাথপুর রাস্তার কাজ সামান্য কিছু করেই পুরো টাকা উত্তোলন করেছেন। এছাড়াও পিরোজপুর জেলার বিভিন্ন সড়কের কাজ না করেই পুরো টাকা লোপাট করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
আরএ