দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানি তেলের ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ওই ট্রলারে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রার্থমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- মান্না, মানিক, রুবেল ও সম্পদ। এরা সবাই নোয়াখালির হাতিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, বিকেল সোয়া ৫টার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল। এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ট্রলারে থাকা ৬ জনের মধ্যে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে দগ্ধ ৪ জনের ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস বলছে, ঘটনার খবর পেয়ে তারা তাদের কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল ছেড়ে ট্রলারটি ভাসিয়ে ত্রিশ গোডাউন এলাকায় নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাড়ির ইনচার্য জানিয়েছে, ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি কি কারণে ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানায় পুলিশ।
আরএ