দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির এক নেতার কার্যালয় থেকে রাসেল মিয়া নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া (৩১) সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সানারপাড়াস্থ অফিস থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হত্যাচেষ্টার মামলা রয়েছে। তবে কী কারণে বিএনপি নেতা আফজাল হোসেনের অফিসে রাসেল অবস্থান করছিলেন সে বিষয়ে পুলিশের জানা নেই। রাসেলকে মঙ্গলবার বিকেলে আমলি আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ রাসেলকে জেল হাজতে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হাত ধরে এলাকায় ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন রাসেল। গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাসেলসহ তার লোকজনকে হামলা চালাতে দেখা যায়। সম্প্রতি রাসেল এলাকায় ফিরে স্থানীয় বিএনপিদের সঙ্গে সক্ষতা সৃষ্টির চেষ্টা করছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, মূলত এলাকার লোকজনের নিজেদের মধ্যে কিছু জামেলা চলছিল। তা সালিস হচ্ছিল। তখন অফিসে শতাধিক লোকজন ছিল। সেসময় রাসেল হঠাৎ অফিসে আসে। পুলিশও খবর পেয়ে অফিসে এসে রাসেলকে গ্রেপ্তার করে। এখানে তার সঙ্গে কারো কোনো যোগাযোগ বা যোগসাজশ নেই।
আরএ