দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাহাঙ্গীর আলম কাশেম সভাপতি ও মুহা. কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে মনোনয়ন পত্র দাখিলের পর পদগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সিরাজুল হক আকন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি ড. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অর্থ-সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক এইচ.এম লোকমান হোসাইন, লাইব্রেরী-সম্পাদক জাকির হুসাইন, অডিট-সম্পাদক জাফর ইকবাল মাসুদ, সদস্য, সাখাওয়াত হোসেন মোল্যা, মাহবুবুর রহমান খান স্বপন, জাকির হোসেন তালুকদার জয়নাল আবেদীন ও মুনিরা আক্তার বিজয়ী হয়েছেন। এদের মধ্যে লাইব্রেরী-সম্পাদক জাকির হুসাইন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আর বাকি সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।
কমিশন সূত্রে জানা যায়, বুধবার ছিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ১৫ টি পদের জন্য মনোনয়নপত্র দাখিলের আহ্বান করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো মনোনয়ন পত্র দাখিলের সময়।
তবে নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র দাখিল করেনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইনজীবীরা। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মনোনয়ন পত্র দাখিল করলে পরবর্তীতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে সকাল থেকে আইনজীবী সমিতির সামনে ও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের অদূরে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভীড় লক্ষ্য করা গিয়েছে। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো গোটা এলাকা। সকালে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম নামের এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ ওঠে। তবে এছাড়া অন্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আবু হানিফ মিয়া বলেন, আমাদের কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। কেন দাখিল করেননি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পারিপার্শ্বিক অবস্থা অনুকূলে না থাকায় আমাদের ফোরামের কেউ মনোনয়ন পত্র দাখিল করেনি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম বলেন, আমরা ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বচ্ছতা ও সততার সঙ্গে আইনজীবী সমিতি আগামী এক বছর পরিচালনা করতে চাই। আমরা আশা করছি, আমাদের পুরো পরিষদ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবে। আজকে একটি গ্রুপ এই নির্বাচনে আসেনি, এরপরেও আমরা চাই তাদেরকে সঙ্গে নিয়ে দল-মত নির্বিশেষে সুন্দর একটি আইন অঙ্গন পরিচালনা করতে।
এ ব্যাপারে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সিরাজুল হক আকন বলেন, আজকে ছিল মনোনয়ন দাখিল ও চূড়ান্ত করনের দিন তারিখ। তবে দাখিলকরা পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে প্রাথমিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে বোর্ড টানিয়ে দিয়েছিলাম। তবে আওয়ামী লীগের অনুসারী কেউ মনোনয়নপত্র দাখিল করেনি।
এফএইচ/