দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুর শহরের আদমপুর চুনাঘাটা বেড়িবাঁধ ব্রীজ এলাকায় ট্রাকের সঙ্গে অটোবাইকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ফরিদপুর শহরে আসার সময় চুনারুঘাটা ব্রীজ এলাকায় একটি ট্রাক সামনে থেকে অটোবাইকটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই জনের মৃত্যু হয়। আহত ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ৬ জনের মধ্যে দুই জন নিহত হয়েছেন। আহত চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ/