দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালে একটি পুকুরের পাড় থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছন থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার।
এ ঘটনায় ওই এলাকাবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, খানপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরের পাড়ে বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোনো বস্তু সদৃশ্য দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পুকুর পাড়ে ব্যাগে থাকা পাঁচটি পাইপগান উদ্ধার করে। পরে এগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার জানান, দেশব্যাপী " অপারেশন ডেভিল হান্ট" চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এয়ারপোর্ট থানা পুলিশ সংশ্লিষ্ট এলাকা গুলোতে অভিযান পরিচালনা করছে। অপরাধিরা খবর পেয়ে অবৈধ অস্ত্র গুলো ফেলে গেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় প্রযুক্তির পাইপগান উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/